ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

সঞ্চয় যখন শেকল: সম্পদ নয়, জীবনের রঙ বাঁচান

অক্টোবর ৩০, ২০২৪
বিবিধ
সঞ্চয় যখন শেকল: সম্পদ নয়, জীবনের রঙ বাঁচান

মো: তানজিম হোসাইন

জীবনের প্রথম অধ্যায়েই যেন এক অদ্ভুত প্রতিযোগিতা! সঞ্চয়ের নামে এক অজানা ভয় আর সম্পদের মোহ আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। ভবিষ্যতের নিরাপত্তার নামে আমরা বর্তমানের রঙিন মুহূর্ত, আনন্দ আর শখের বিনিময়ে সঞ্চয় করতে থাকি। অথচ অতিরিক্ত সঞ্চয়ের এই মায়াজাল শুধু জীবনের সরলতা কেড়ে নেয় না, মনের শান্তিকেও নিভিয়ে দেয়।

যারা ভবিষ্যতের নিশ্চয়তার আশায় প্রতিটি আয় জমাতে ব্যস্ত, তারা জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলে। কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থেকে আমরা হয়তো ভুলে যাই, জীবনের সৌন্দর্য, ভালোবাসা আর পারিবারিক বন্ধনের মূল্য। এভাবে সঞ্চয় যখন জীবনের কেন্দ্রবিন্দুতে চলে আসে, তখন নীতি আর মানবিকতাও হারিয়ে যায়।

অনেকে হয়তো প্রজন্মের জন্য অঢেল সম্পদ রেখে যেতে চান, কিন্তু প্রকৃত সম্পদ তো সৎ শিক্ষা আর জীবনের আদর্শের ভিত্তি। সন্তানকে শিক্ষা আর মূল্যবোধের সম্পদ না দিয়ে কেবল অর্থের পাহাড় গড়ে তুললে, সেই সম্পদই একদিন তাদের জীবনের ভার হয়ে দাঁড়াবে।

জীবনটা একটা পরিপূর্ণ আকাশের মতো—আলো, রং আর স্বপ্নের মিশেলে ভরা। সঞ্চয় সেই আকাশের মেঘ হতে পারে, যা ছায়া দেবে, তবে অন্ধকার নয়। অতিরিক্ত সঞ্চয়ের ভার যেন জীবনের রঙিন আকাশকে মলিন না করে দেয়। সঞ্চয়ের মূলমন্ত্র হোক সততা, ভারসাম্য আর জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার ক্ষমতা।

 

এনডিটিভি/এলএ