ঢাকা , মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

যে দিন বদলের স্বপ্ন—আজও দূর অজানা

নভেম্বর ১৪, ২০২৪
বিবিধ
যে দিন বদলের স্বপ্ন—আজও দূর অজানা

অনেক ত্যাগ-তিতিক্ষা, লড়াই-সংগ্রাম—সবই ছিলো দেশের মানুষের মুক্তির জন্য, একটা বদলের আশায়। ফ্যাসিস্ট শাসনের তলায় দীর্ঘ ১৬ বছর ধরে শোষিত হলেও দেশের মানুষ সত্যের পথে মাঠে নেমেছিল। ফ্যাসিস্ট শাসকদের অব্যাহত অপশাসনের পর ভাবলাম এই অন্তর্বর্তী সরকার দেশটাকে সঠিক পথে নিয়ে যাবে। কিন্তু, সময়ের সাথে সেই আশা ফিকে হতে থাকে, আর চোখ খুলে যায়—অন্ধকারময় বাস্তবতার সামনে।

দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠলেও, অন্তর্বর্তী সরকার তার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে; অথচ নাগরিক সুরক্ষা নিশ্চিতে তাদের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ। জুলাই বিপ্লবে যারা গণহত্যায় লিপ্ত ছিল, তাদের কেউ শাস্তির আওতায় আসেনি, বরং আহত ছাত্রদের পুনর্বাসন ও শহীদদের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রেও সরকার নির্বিকার। জনগণের সমস্যার সমাধানে না গিয়ে, শুধু উপদেষ্টার ভাব নিয়ে ক্ষমতায় টিকে থাকা কোনো সমাধান নয়। আমাদের প্রত্যাশা ছিল সুশাসনের, কিন্তু বাস্তবে তাদের নিষ্ক্রিয়তা কেবল হতাশার জন্ম দিয়েছে।

আমরা মাঠের মানুষ, কঠোর বাস্তবতার সঙ্গে বেড়ে উঠেছি, তাই সত্যের জন্য লড়াইয়ের ময়দানে নামতে দ্বিধা করিনি। স্বাধীন দেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা কণ্ঠ তুলেছি, সংগ্রামে নেমেছি, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ভেবেছিলাম সেই সুদিন এসে ধরা দিবে, যেখানে শোষণমুক্ত এক স্বাধীন ভূমি থাকবে। কিন্তু সেই স্বপ্ন আজও কেবলই কল্পনায় রয়ে গেছে।

এই লড়াই শুধু আমার, আপনার বা কিছু মানুষের নয়—এই লড়াই পুরো দেশের, এই লড়াই শোষিত জনগণের। দরকার হলে আবার আমরা রাস্তায় নামবো, আবার বিদ্রোহের আগুন জ্বালাবো, কারণ এই মুক্তি সংগ্রাম আজও শেষ হয়নি। শোষণের এই শিকল ভাঙার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, তারা অতীতের ভ্রান্তিগুলি থেকে শিক্ষা নেবে এবং জনগণের ন্যায্য অধিকার, স্বাধীনতা, এবং ন্যায়বিচারের পথ থেকে বিচ্যুত হবে না। জনগণ আজ জেগে উঠেছে; তারা অন্যায়, শোষণ, ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত। তাই শাসকদের কাছে আমাদের অনুরোধ নয়—এটা চূড়ান্ত সতর্কবার্তা—যে জনতার অধিকার ক্ষুণ্ন করা হলে তুমুল প্রতিরোধ, এমনকি বিদ্রোহও অবশ্যম্ভাবী।

 

মো: তানজিম হোসাইন, 

শিক্ষক ও সাংবাদিক