ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

৩২১ রান করেও ম্যাচ হারার কারণ জানালেন মিরাজ

ডিসেম্বর ১৩, ২০২৪
খেলাধুলা
৩২১ রান করেও ম্যাচ হারার কারণ জানালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: হলো না শেষ ওয়ানডে ম্যাচে এসেও। ৩২১ রানের বড় সংগ্রহ স্কোরবোর্ডে রেখেও বছরের শেষ ওয়ানডেতে ভাগ্য বদল করা হয়নি বাংলাদেশের। অভিষিক্ত আমির জাঙ্গু আর কেসি কার্টির দুর্দান্ত ব্যাটিংয়ে ম্লান হলো বাংলাদেশের ব্যাটারদের দারুণ এক দিন।

অভিষিক্ত জাঙ্গু ক্ষান্ত হলেন সেঞ্চুরি করে। কার্যকরী ক্যামিও উপহার দিয়েছেন গুদাকেশ মোতিও। বছরের শেষ ওয়ানডে সেখানেই হারলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৪ উইকেটে। তাতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

তবে তার আগে বোলিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ৩১ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়েছিল উইন্ডিজ। এমনকি একশর আগে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন কেসি কার্টি ও জাঙ্গু।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে বড় পুঁজি নিয়েও হারের পেছনে পারায় মাঝের ওভারে উইকেট নিতে না পারাকে দায় দেন মিরাজ।

তিনি বলেন, 'আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো করেছে। বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। এটি আমাদের জন্য সমস্যার ছিল।'

 

এনডিটিভি/এলএ