ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

লিভারপুলকে রুখে চ্যাম্পিয়ন্স লিগের পথে অ্যাস্টন ভিলা

মে ১৩, ২০২৪
খেলাধুলা
লিভারপুলকে রুখে চ্যাম্পিয়ন্স লিগের পথে অ্যাস্টন ভিলা

ম্যাচ শুরু হতেই মারাত্মক এক ভুল করে বসলেন এমিলিয়ানো মার্তিনেস। সেই ধাক্কা অবশ্য দ্রুতই সামলে নেয় অ্যাস্টন ভিলা। খানিক বাদে আবারও এগিয়ে যায় লিভারপুল। বিরতির পরপর ব্যবধানও বাড়ায় তারা। কিন্তু, জমজমাট এই লড়াইয়ের সব রোমাঞ্চ যেন শেষটার জন্য তোলা ছিল। বদলির বদলি নেমে নায়ক হয়ে উঠলেন জন দুরান; তরুণ এই ফরোয়ার্ডের তিন মিনিটের দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা আরও জোরাল হলো অ্যাস্টন ভিলার।

ভিলার মাঠে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

এনডিটিভি/পিআর