ঢাকা , শনিবার, জুলাই ২৭, ২০২৪

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

জানুয়ারী ২৩, ২০২৪
বিনোদন
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :মস্তিস্কে স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ট্রোক হয়েছে। পরে ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান।
সোমবার দিবাগত রাত একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লিখেছেন, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম (সিটিএনজিওগ্রাম) করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।
এনডিটিভিবিডি/২৩জানুয়ারি/এএ