নিজস্ব প্রতিবেদক : জাগো নিউজের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বিভাষ দীক্ষিত (বিপ্লব) এর মা বেবী দীক্ষিত ইন্তেকাল করেছেন। রবিবার দিবাগত রাত পৌনে ১১ টার সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিপ্লব দীক্ষিতের স্ত্রী প্রীতি দীক্ষিত জানান, তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর রবিবার দিবাগত রাতে চট্টগ্রামে তাঁর দাহ সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নাগরিক দৃষ্টি টেলিভিশনের (এনডিটিভিবিডি) মালিক দুলক দীক্ষিতের মা।
এনডিটিভিবিডি/০৯ ডিসেম্বর/এএ